জয়ের দেখা পেল মুস্তাফিজুররা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  আইপিএলে প্রথম দুই ম্যাচ জয়হীন থাকার পর জয়ের দেখা পেয়েছে মুস্তাফিজুর রহমানের হায়দরাবাদ সানরাইজার্স। মুস্তাফিজসহ বোলারদের নৈপুণ্যে মুম্বাই ইন্ডিয়ান্সকে তারা হারিয়েছে ৭ উইকেটে। উইকেট ছিল ঘাসের ছোঁয়া, বল ব্যাটে এসেছে দারুণ। মুস্তাফিজুর রহমানের বল গ্রিপ করেনি খুব একটা। ততটা ভয়ঙ্কর হয়নি কাটার। তবে এই উইকেটের উত্তরও দিয়েছেন মুস্তাফিজ। দারুণ ফুল লেংথ বোলিংয়ে উপহার দিয়েছেন আরেকটি কার্যকর বোলিং পারফরম্যান্স। ৪ ওভারে ৩২ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। মিস ফিল্ডিংয়ে দুটি বাউন্ডারি না হলে হয়ত আরও ভালো হতো তার বোলিং ফিগারের চেহারা। মুস্তাফিজের সঙ্গে অন্য পেসারদের দুর্দান্ত বোলিং গড়ে দিয়েছিল জয়ের ভিত্তি। পরে ব্যাট হাতে ঝড় তুলেছেন ডেভিড ওয়ার্নার। হায়দরাবাদে ২০ ওভারে ৬ উইকেটে ১৪২ রান তুলেছিল মুম্বাই। হায়দরাবাদ জিতে যায় ১৫ বল বাকি রেখে। মিচেল ম্যাকক্লেনাগনের বলে ছক্কা মেরে শুরু করেছিলেন ওয়ার্নার; কিউই এই পেসারকেই দুটি ছক্কায় শেষ করেছেন ম্যাচ। অপরাজিত ছিলেন ৫৭ বলে ৯০ রান করে। এর আগে ম্যাচের প্রথম ভাগে মুস্তাফিজ আবার দেখিয়েছেন নিজের ঝলক। কাটার খুব বেশি কার্যকর হচ্ছে না দেখে বাংলাদেশের তরুণ পেসার বেশি মন দিয়েছেন ফুল লেংথ বোলিংয়ে। স্বাভাবিক গতির বোলিং করেছেন অনেক, ১৪২-১৪৩ কিলোমিটার গতি উঠেছে নিয়মিতই। একমাত্র উইকেটটিও পেয়েছেন দারুণ এক ইয়র্কারে। ইনিংসের ১৯তম ও নিজের শেষ ওভারে তার ইয়র্কার এলোমেলো করেছে হার্দিক পান্ডিয়ার (২) স্টাম্প। ওই ওভারের শেষ বলে আরেকটি উইকেট প্রায় পেয়ই যাচ্ছিলেন। অফ কাটারে ফিরতি ক্যাচ দিয়েছিলেন হরভজন সিং, মুস্তাফিজ ডাইভ দিয়েও অল্পের জন্য নিতে পারেননি ক্যাচ। মুস্তাফিজের পাশাপাশি দারুণ বোলিং করেছেন আরেক বাঁহাতি পেসার বারিন্দর স্রান। ২৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ১৭ রানে ১ উইকেট নিয়েছেন ভূবনেশ্বর কুমার। আইপিএল অভিষিক্ত মার্টিন গাপটিলকে (২) ফিরিয়ে মুম্বাইকে প্রথম ধাক্কা দেন ভুবনেশ্বর। স্রান ফেরান পার্থিব প্যাটেল (১০) ও জস বাটলারকে (১১)। চারে নামা অধিনায়ক রোহিত শর্মা (৫) রান আউট। একাদশ ওভারে ৬০ রানে ৪ উইকেট হারায় মুম্বাই। সেখান থেকে দলকে টেনে নেন আম্বাতি রায়ডু ও ক্রুনাল পান্ডিয়া। ৪৯ বলে ৫৪ করেন রায়ডু। ২৮ বলে ৪৯ করেছেন হার্দিক পান্ডিয়ার বড় ভাই ক্রুনাল, বাঁহাতি স্পিনার বিপুল শর্মাকে মেরেছেন টানা তিন ছক্কা। স্লগ ওভারে মুস্তাফিজদের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত দেড়শ’ পর্যন্ত যেতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই। ওয়ার্নারের ব্যাটে পরে সেই রানটা অনায়াসেই পেরিয়ে গেছে হায়দরাবাদ। মুস্তাফিজদের মুখে ফুটেছে জয়ের হাসি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top