ভারতের বাইরে চলে যাচ্ছে আইপিএল!

Seba Hot News
সেবা ডেস্ক:  ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বেশ ঝামেলাতেই আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইপিএলের পরের আসরটি ভারতের মাটিতে নাও হতে পারে বলে জানিয়েছেন বোর্ডের সেক্রেটারি অনুরাগ ঠাকুর।
জাতীয় নির্বাচনের কারণে ২০০৯ সালে আইপিএলের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪ সালে টুর্নামন্টেটির অর্ধেক অনুষ্ঠিত হয়েছিল আরব আমিরাতে। এবারে আইপিএলের দশম আসরটি বাইরে কোথাও আয়োজনের সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই।
ভারতে খরার কারণে পানি সমস্যা, ভেন্যু সমস্যা আর একাধিকবার কোর্টের নির্দেশে ভেন্যু পরিবর্তন নিয়ে বিপাকে আইপিএল গভর্নিং কমিটি।
সেক্রেটারি অনুরাগ ঠাকুর এ প্রসঙ্গে জানান, ঘরোয়া ক্রিকেটের জমজমাট এই টুর্নামেন্ট পরেরবার ভারতের মাটিতে নাও হতে পারে। আইপিএল গভর্নিং কাউন্সিল ভারত এবং ভারতের বাইরে সম্ভাব্য ভেন্যুর খোঁজ করছে।
তিনি আরও যোগ করেন, এবারের আইপিএলের ভেন্যু সমস্যার কারণে বারবার ক্রিকেটারদের স্থান পরিবর্তন করতে হচ্ছে। সঙ্গে আমাদেরও হোটেল বুকিংয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়া দর্শকরা অগ্রীম টিকিট কাটায় তাদেরও সমস্যা বাড়ছে। এমন অবস্থায় বিসিসিআইয়ের সঙ্গে খুব শিগগিরই আইপিএল গভর্নিং কাউন্সিল আলোচনায় বসবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top