সেবা ডেস্ক: যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘বিএনপি এখন ব্রিফিং ও এলাহি ভরসার দল, বিএনপির আন্দোলন ঈদের পর তীব্র থেকে তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দেন কিন্তু ঈদও আসে না বিএনপির আন্দোলনও হয় না।’ বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ৩৫ নং ওয়ার্ডের (ইস্কাটন) ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাউন্সিল সকালে সুইড বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, বিদেশি জালিয়াত চক্রের নজর পড়েছে সম্ভাবনার বাংলাদেশে। ব্যাংক জালিয়াতির ঘটনা তারই সংকেত। কাউন্সিলের উদ্ধোধন করেন ঢাকা মহানগর দক্ষিন শাখার সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষ ও প্রশিক্ষন সম্পাদক মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর দক্ষিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, কেন্দ্রীয় যুবলীগের রওশন জামির রানা, মোহম্মদ আলী মিন্টু, মনিরুল ইসলাম হাওলাদার, রেকায়েত আলী খাঁন নিয়ন, সফেদ আসফাক তুহিন, মুক্তাদিউর রহমান শিমুল, কামরুল হাসান লিংকন,সামসুল আরেফিন নাইম, আশরাফুল আলম দুলাল, ঢাকা মহানগর দক্ষিন সহ সভাপতি মাইন উদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, সারোয়ার হোসেন মনা, আনোয়ার ইকবাল সান্টু, এনামুল হক আরমান, মোরসালিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, আইন সম্পাদক শাহনাজ পারভীন হিরা, সভাপতিত্ব করেন মোঃ আনোয়ার হোসেন, সভা পরিচালনা করেন মোঃ বিল্লাল হোসেন গাজী।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।