৭০০ শরণার্থী নিয়ে নৌকাডুবি

Seba Hot News
2সেবা ডেস্ক: 

 গ্রিসে সাত শতাধিক শরণার্থী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে শতাধিক লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া ২৫০ জন শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার গ্রিসের ক্রিট দ্বীপের কাছে ডুবে যায় ওই নৌকা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানায়, ধারণা করা হচ্ছে, সাত শতাধিক শরণার্থী নিয়ে আফ্রিকা থেকে গ্রিস অভিমুখী একটি নৌকা ডুবে যায়। তারা আফ্রিকা ত্যাগ করছিল। এতে শতাধিক শরণার্থীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং ২৫০ জন শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
যুদ্ধ ও দারিদ্র্য থেকে রেহাই পেতে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলো থেকে হাজার হাজার শরণার্থী জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় সাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। নৌকা ডুবে তাদের অনেকেই প্রাণ হারিয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top