টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিলচাপড়া গ্রামে পানিতে ডুবে একই পরিবারের ৩ কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত তিন শিশু ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে মরিয়ম (৪) এবং তার ছোট ভাই মোতালেব হোসেনের দুই মেয়ে সাদিয়া (৪) ও আফিয়া (৩)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শিশুরা বাড়ির পাশে নতুন খননকৃত পুকুর পাড়ে খেলছিল। এক পর্যায়ে সবার অজান্তে আফিয়া পাশের পুকুরে ডুবে যায়। এ সময় মরিয়ম ও সাদিয়া তাকে উদ্ধার করতে পানিতে নামে। কিছুক্ষণ পরে স্থানীয়রা ৩ শিশুকেই উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুজ্জামান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার পূর্বেই পানিতে ডুবে ওই ৩ কন্যা শিশুর মৃত্যু হয়েছে।