সেবা ডেস্ক: কামালপুর দক্ষিণ মোঃ শহিদুল ইসলামের(৩৩) মেয়ে সুমাইয়া (৫) আজ দুপুর ১২ টার সময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
গ্রামবাসীর তথ্যসূত্রে জানা যায়, পাশের বাড়ির সাদা মিয়া (৪৩) এর ছেলে জসীমের (২২) প্রতিহিংসার জন্য বাড়ির পাশে যেন কোন গুরু, ছাগল কিংবা মানুষ যেতে না পারে সেজন্য বাড়ির পাশে বৈদ্যুতিক তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে।
আজ বেলা ১২ টার সময়ে সুমাইয়া নামের সেই শিশুসহ আরো অন্য শিশুদের সাথে খেলার ছলে সেখানে যাই। আর সেখান থেকেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়।
শিশুটির প্রাথমিক চিকিৎসার জন্য ততক্ষণাত কামালপুর বাজারে লালন ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়।
এখন শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা করায় একটু সুস্থ হয়েছে কিন্তু এই সুস্থতাই শিশুটি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
তাই পরবর্তীতে বকশীগঞ্জে বিশেষ চিকিৎসার জন্য নেওয়া হয়, কিন্তু সেখানে পর্যাপ্ত ভাবে চিকিৎসা করতে না পারাই জামালপুর নিয়ে যাওয়া হয়েছে ।

