জাতীয় উন্নয়নে গ্যাস ও বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে রাষ্ট্রপতির গুরুত্বারোপ

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ গ্যাস- বিদ্যুতের অপচয় বন্ধ করা এবং জাতীয় উন্নয়নে সেগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, বিইআরসি’র চেয়ারম্যান মো. মাকসুদুল হক মঙ্গলবার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুর হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ নির্দেশ দেন। কমিশনের কর্মকান্ডে যাতে জনস্বার্থের প্রতিফলন দেখা যায়, তা নিশ্চিত করার জন্য রাষ্ট্রপতি বিইআরসি’কে নির্দেশ দেন।

বৈঠককালে বিইআরসি চেয়ারম্যান মো. মাকসুদুল হক জানান, ‘গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড পলিসি’র আওতায় ৭ হাজার ৭শত কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে এবং এই তহবিল থেকে গ্যাস ও বিদ্যুৎ খাতের বিভিন্ন প্রকল্পে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।

বিভিন্ন উন্নয়ন কর্মসূচিসহ বিইআরসি’র সার্বিক কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে তিনি বলেন, গ্যাস ও বিদ্যুৎ খাতের বিভিন্ন সমস্যা সমাধানে কমিশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ এসময় উপস্থিত ছিলেন। বাসস. 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top