
এইচটিএম রেকর্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহসিন এন রাকিব বলেছেন, বাংলা মিউজিক গ্লোবাল ডিসট্রিবিউশনের লক্ষ্য নিয়ে তারা বাংলাদেশে এসেছেন। বাংলা গান সারা বিশ্বে ৬০টিরও বেশি প্লাটফর্মস যেমন আইটিউনস, গুগল মিউজিক, অ্যামাজন মিউজিক, স্পটিফাই, সাভন, গানা সহ পুরো পৃথিবীতে ডিস্ট্রিবিউশন করেএ এইচটিএম রেকর্ডস। সেই প্লাটফর্মগুলো থেকে গানটি কিনে কিংবা ফ্রি স্ট্রিম করে শুনতে পারবে।"
এইচটিএম.র ডিস্ট্রিবিউট করা ড্রামা ইউএস কিপিরাইট পলিসির তত্ত্বাবধায়নে ১০০% কপিরাইট প্রোটেক্টেড এবং মিউজিক কপিরাইট হোল্ড করবে বিশ্বের সেরা মিউজিক লেবেল ইউনিভার্সাল মিউজিক লেবেল। প্রতিটি কনটেন্ট এর একটি ইউনিক কনটেন্ট আইডি আছে যার কারণে আমাদের কোন কনটেন্ট ইউজ করলে তা সাথে সাথে ব্লক হয়ে যায়।