ইউটিউবে ঝড় তুললো এইচটিএম

S M Ashraful Azom
সেবা ডেস্ক:বাংলাদেশে ইউটিউবে ঝড় তুলেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক রেকর্ডস লেবেল এইচটিএম রেকর্ডস। গত এক মাসে এইচটিএম রেকর্ডস থেকে চারটি ভিডিও বাংলাদেশের ট্রেন্ডিং ভিডিও হিসেবে এসেছে। 
 
এইচটিএম রেকর্ডসের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহসিন এন রাকিব বলেছেন, বাংলা মিউজিক গ্লোবাল ডিসট্রিবিউশনের লক্ষ্য নিয়ে তারা বাংলাদেশে এসেছেন। বাংলা গান সারা বিশ্বে ৬০টিরও বেশি প্লাটফর্মস যেমন আইটিউনস, গুগল মিউজিক, অ্যামাজন মিউজিক, স্পটিফাই, সাভন, গানা সহ পুরো পৃথিবীতে ডিস্ট্রিবিউশন করেএ এইচটিএম রেকর্ডস। সেই প্লাটফর্মগুলো থেকে গানটি কিনে কিংবা ফ্রি স্ট্রিম করে শুনতে পারবে।" 
 
 এইচটিএম.র ডিস্ট্রিবিউট করা ড্রামা ইউএস কিপিরাইট পলিসির তত্ত্বাবধায়নে ১০০% কপিরাইট প্রোটেক্টেড এবং মিউজিক কপিরাইট হোল্ড করবে বিশ্বের সেরা মিউজিক লেবেল ইউনিভার্সাল মিউজিক লেবেল।  প্রতিটি কনটেন্ট এর একটি ইউনিক কনটেন্ট আইডি আছে যার কারণে আমাদের কোন কনটেন্ট ইউজ করলে তা সাথে সাথে ব্লক হয়ে যায়। 
 
এইচটিএম রেকর্ডস থেকে এখন Eagle Entertainments থেকে পরিচালিত নাটক, টেলিফিল্ম ডিস্ট্রিবিউট হচ্ছে। কিন্তু ভবিষ্যতে এইচটিএম রেকর্ডসের নিজস্ব প্রযোজনার নাটক আসবে বলে। এইচটিএম রেকর্ডসে সাবস্ক্রাইব করা যাবে www.youtube.com/htmrecords এই ঠিকানা থেকে এবং এইচটিএম রেকর্ডসে কনটেন্ট দিতে যোগাযোগ করতে htmrecords.us@gmail.com হবে এই ঠিকানায়।   

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top