ডি মারিয়া ঘুরে দাঁড়াবে : মোত্তা

S M Ashraful Azom
সেবা ডেস্ক:  প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) আর্জেন্টাইন উইঙ্গার এঞ্জেল ডি মারিয়া বর্তমান খারাপ অবস্থা কাটিয়ে ওঠতে সক্ষম হবেন বলে মন্তব্য করেছেন তার সতীর্থ মিডফিল্ডার থিয়েগো মোত্তা।
চলতি মৌসুমে সেরা পারফর্মেন্স দেখাতে পারছেন না ডি মারিয়া। যে কারণে খারাপ পারফর্মেন্সের দায়ে প্রতিটি মুহূর্ত সমালোচনার তীর ছুটে আসছে তার দিকে। তবে মোত্তার দৃঢ়বিশ্বাস ঘুরে দাঁড়াবে ডি মারিয়া। যে কারণে তার প্রতি পূর্ণ সমর্থনও ব্যক্ত করেছেন এই মিডফিল্ডার।
বি ইন স্পোর্টসকে মোত্তা বলেন, ‘কোচ থেকে শুরু করে সতীর্থ খেলোয়াড়দের সবারই তার প্রতি যথেষ্ট আস্থা রয়েছে। তিনি বিচ্ছন্ন হয়ে যাননি। ড্রেসিং রুমে সবার সঙ্গে তিনি কথা বলেছেন এবং ইতিবাচক সমর্থন লাভ করেছেন। আমরা সবাই জানি তিনি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন। যে কারণে তার সেরাটাই দেখতে চাই। আমরা ডি মারিয়াকে সেরা অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করব। দল যদি উন্নতি লাভ করে তাহলে ডি মারিয়াও আগের চেহারা ফিরে পাবে। আমরা যখন গোল করতে পারবনা তখন সেটি সমস্যা হয়ে দাঁড়াবে। আমাদের আক্রমণ ভাগের উন্নয়ন ঘটিয়ে সেরা অবস্থানে পৌঁছতে হবে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top