সেবা ডেস্ক: ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের দ্রুত জামিনের দাবিতে আজ ২৯.১০.২০১৬ সকাল ১১টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন গ্রুপটির সাধারণ বিনিয়োগকারী ও ক্রেতা পরিবেশকরা। তাঁদের মুক্তি দিয়ে ডেসটিনি গ্রুপের সম্পদ রক্ষা ও ব্যবসায়িক কার্যক্রম সচল রেখে গ্রুপটির ৪৫ লাখ গ্রাহক-পরিবেশকের পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানান।
আজ সকালে ডেসটিনি গ্রুপের বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকরা রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালনকালে আরো বলেন, গ্রুপের এমডি ও চেয়ারম্যানকে জেলে রাখায় ডেসটিনির ব্যবসায়িক কার্যক্রম পুরো বন্ধ হয়ে গেছে। এর ফলে ৪৫ লাখ গ্রাহক-পরিবেশকের আয়-রোজগারের পথও বন্ধ হয়ে গেছে। এই ৪৫ লাখ গ্রাহক-পরিবারের দুই কোটি মানুষের জীবন-জীবিকা নির্বাহ করা অসম্ভব হয়ে পড়েছে।
প্রায় সাড়ে চার বছর ধরে কারাগারে রয়েছেন মো. রফিকুল আমীন ও মোহাম্মদ হোসাইন। কারাগারে তাঁরা দুজনই অসুস্থতায় মানবেতর জীবন যাপন করছেন উল্লেখ করে মানববন্ধনে অংশ নেওয়া পরিবেশকরা বলেন, ‘ সাড়ে চার বছর ধরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান, তদন্ত ও মামলাজনিত জটিলতার কারণে ডেসটিনির সব স্থাবর-অস্থাবর অর্থ সম্পদ ধ্বংস ও লুটপাট হয়ে যাচ্ছে।
অনতিবিলম্বে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখে ডেসটিনির এমডি মো. রফিকুল আমীন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর মুক্তির নিশ্চিতের দাবী জানা তারা।

