ডেসটিনির শীর্ষ কর্মকর্তাদের জামিন দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন

Unknown
সেবা ডেস্ক:  ডেসটিনি গ্রুপের চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের জামিন ও ব্যাংক হিসাব খুলে পুনরায় ব্যবসা চালুর দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী ডেসটিনিতে বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশকদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ফরহাদুল ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম, কাবিল খালাশী, নাসিরউদ্দিন, মিলন মাতুব্বর প্রমুখ বক্তব্য দেন। বক্তারা ডেসটিনি গ্রুপের চেয়ারম্যানসহ শীর্ষ কর্মকর্তাদের জামিন ও ব্যাংক হিসাব খুলে দিয়ে ডেসটিনি গ্রুপের কাজের সঙ্গে জড়িতদের কর্মসংস্থান পুনরায় চালুর ব্যবস্থা এবং ডেসটিনির সব সম্পদ সঠিক ব্যবস্থাপনায় এনে পুনরায় ব্যবসার অনুমতির দাবি জানান।
সূত্র: কালেরকন্ঠ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top