সেবা ডেস্ক: জয়র্ধন পাল, চট্রগ্রাম: ২৮/১০/২০১৬ইং তারিখ শুক্রবার সকাল ০৯:০০ টায় ডেসটিনি সোশ্যাল মিডিয়া ফোরাম, চট্টগ্রাম বিভাগের উদ্দ্যোগে "স্পেশাল লিডারশীপ প্রোগ্রাম" লাভ লেইন মোড় (এম আজিজ স্টেডিয়ামের বিপরীতে) চট্টগ্রাম মেট্রোপলিটন সংবাদিক ইউনিয়ন অডিটোরিয়াম অনুষ্টিত হয়। সাইফুল ইসলাম নেওয়াজ ও আবু জাফর মিলন এর সঞ্চালনায় উক্ত প্রোগ্রাম পরিচালনা করেন, সভাপতিত্ব করেন চট্টগ্রাম ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের আহবায়ক সম্মানিত পিএসডি জনাব আলমগীর হোসেন মনির। শুরুতে চট্টগ্রামের বিভিন্ন জেলা থেকে উপস্হিত থানা প্রতিনিধি ও সদস্যদের শুভেচ্ছা বক্তব্য ফুটে উঠে ডেসটিনি মুক্তি, ডেসটিনি এমডি চেয়ারম্যান স্যারের মুক্তি দাবিতে। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, হাফেজ মোঃ সাখাওয়াত হোসেন মামুন (সেন্ট্রাল মেম্বার, ডিএসএমএফ) ও
ট্রেইনার: ইঞ্জিনিয়ার মোঃ আহসান উল্লাহ সফল (সহযোগী বিভাগীয় কো-অডিনেটর, ডিএসএমএফ) এবং নোয়াখালী জেলার ডিএসএমএফ এর আহবায়ক রাজীব কুরী, চট্টগ্রাম ডিএসএমএফ বিভাগীয় সদস্যবৃন্দ সহ ডেসটিনি-২০০০ লি: এর সম্মানিত পিএসডিবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডেসটিনির মুক্তি আন্দোলনে ডেসটিনি সহযোগী সংগঠন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরামের ব্যানারে মুক্তির আন্দোলনে আজ একটা দাবি উঠে এসেছে "ডেসটিনি এমডি ও চেয়ারম্যান নির্শত মুক্তি চাই" ডেসটিনি-২০০০ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন এবং এমডি ডঃ মোঃ রফিকুল আমিনের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ডেসটিনির সকল ব্যাংক একাউন্ট খুলে দেওয়া সহ সকল সমস্যা সমাধান না আশা পযর্ন্ত ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম সকল সদস্যদের মাঠে থেকে পুর্বে ন্যায় কাজ করার কথা বলেন, তিনি আরো বলেন- আমরা ডেসটিনি মুক্তি ও বিজয় না আশা পর্যন্ত মাঠে আছি এবং থাকবো। প্রোগ্রামের প্রধান আকর্ষণ ইঞ্জিনিয়ার মোঃ আহসান উল্লাহ সফল লিডারশীপ ট্রেনিং এ উক্ত প্রোগ্রাম উপস্হিত ২৫০+ লিডারদের সঠিক প্রশিক্ষণ প্রদান করেন, তিনি গুরুত্বপূর্ণ দিক- নির্দেশনা মূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন, তিনি বিশ্বাস করেন আগামীতে চট্টগ্রামে এই সকল লিডারদের মাধ্যমে ডেসটিনি এগিয়ে যাবে। সভায় উপস্হিত সকলকে আগামীকালের মানববন্ধনে উপস্হিত থাকার জন্য অনুরোধ জানিয়ে উক্ত সভা সমাপ্ত করেন আলমগীর হোসেন মনির।