৫৩ লাখ অনগ্রসর লোক ভাতা পাচ্ছেন

Unknown
সেবা ডেস্ক:  সরকার বয়স্ক, দুস্থ, অস্বচ্ছল, অক্ষম ও দেশের অন্যান্য শ্রেণির লোকদের সহায়তায় প্রায় ৫৩ লাখ পিছিয়ে পড়া লোককে ভাতা কর্মসূচির আওতায় এনেছে। সমাজকল্যাণ সচিব মো. জিল্লুর রহমান সোমবার বাসসকে বলেন, সারাদেশের বয়স্ক, দুস্থ, অস্বচ্ছল, অক্ষম, চা বাগান শ্রমিক ও অন্যান্য শ্রেণির লোকেরা এই ভাতা পাচ্ছে।
 
তিনি বলেন, দেশে অস্বচ্ছল ও অক্ষম লোকদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে এবং তাদের জীবনমানের উন্নয়নের জন্য দেশের এই ভাতাপ্রাপ্ত লোকের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং এই কর্মসূচিও বিস্তৃত হচ্ছে।
 
জিল্লুর রহমান বলেন, বাংলাদেশকে একটি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে এবং অতিদারিদ্র্য লোকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে গোটা দেশে সামাজিক নিরাপত্তা বেষ্টনি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top