বিবাহবার্ষিকীর উপহার চেয়ে পেয়েছি তালাক, ইমরান খানের সাবেক স্ত্রী

Unknown
সেবা ডেস্ক:  চেয়েছিলেন বিবাহবার্ষিকীর উপহার আর বদলে পেলেন তালাক! গল্পটা পাকিস্তানের ক্রিকেট থেকে রাজনীতিবিদ হয়ে যাওয়া ইমরান খানের সাবেক স্ত্রী রেহামের। 
 
জিও টিভিকে দেয়া সাক্ষাতকারে ইমরান খানের উপর একহাত নিয়েছেন তার সাবেক স্ত্রী। কৌতুকছলে তিনি বলেন, আমি বিবাহবার্ষিকীর জন্য কী উপহার দেবে সেটা জানতে চেয়েছিলাম। বদলে সে (ইমরান খান) আমাকে তালাক দিয়ে দেয়। রাজনৈতিক দল তেহরিক ই ইনসাফের নেতা প্রসঙ্গে রেহাম বলেন, প্রার্থনা করি পাকিস্তানের সঙ্গে এমন কিছু করবে না সে।
    
উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারিতে বিয়ের পর মাত্র ১০ মাসের মধ্যে গত বছরের ৩০ অক্টোবর পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিচ্ছেদ হয় এই দম্পতির। এটি ছিল ইমরান খানের দ্বিতীয় বিবাহ। প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের সঙ্গে ৯ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০০৪ সালে। তখন শোনা গিয়েছিল রাজনীতিতে জেমিমার রাজনীতিতে অংশগ্রহণের বিরোধিতা করেছিলেন। এনডিটিভি।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top