
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা বৃহস্পতিবার সাদা প্রদেশ হতে সৌদি আরবের মক্কা নগরীকে লক্ষ্য করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সৌদি বিমান বাহিনী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মক্কা থেকে ৬৫ কিলোমিটার দূরে সেটি ভূপাতিত করে। মক্কাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরে মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভের প্রেক্ষিতে হুথি বিদ্রোহীরা দাবি করে, জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে তারা হামলা করেছিল। উল্লেখ্য, এই বিমানবন্দর দিয়ে হজযাত্রীরা মক্কায় প্রবেশ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস রিলিজে বলা হয়, মুসলিম উম্মাহর বিশ্বাস ও ঐক্যের চিহ্নের উপর এমন আক্রমণের তীব্র নিন্দা জ্ঞাপন করছে বাংলাদেশ। হ্যান্ড আউটে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ প্রতিরক্ষায় সৌদি সরকার ও জনগণের পাশে থাকবে বাংলাদেশ।