‘পর্যাপ্ত রাজস্ব আদায়ের মাধ্যমে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা বাস্তবায়ন সম্ভব’ : প্রধানমন্ত্রী

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণে জাতীয় রাজস্ব বোর্ডকে যুগোপযোগী করার যাবতীয় উদ্যোগ আমরা গ্রহণ করেছি। আমি বিশ্বাস করি, পর্যাপ্ত রাজস্ব আহরণের মাধ্যমে জাতির পিতার ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ ‘সোনার বাংলা’ বিনির্মাণের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো।
 
সোমবার আয়কর মেলা উপলক্ষে প্রদত্ত এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে আগামীকাল ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী সারাদেশে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি আনন্দিত। তিনি বলেন, যে সকল করদাতা এ বছর দীর্ঘমেয়াদি ও সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কার পাচ্ছেন তাদের প্রতি ‘আমার উষ্ণ অভিনন্দন রইল’।

শেখ হাসিনা বলেন, আয়করকে জনগণের কাছে সহজবোধ্য করতে এবং কর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ গঠনের মহতি উদ্দেশ্যকে সামনে রেখে আওয়ামী লীগ সরকার ২০১০ সালে আয়কর মেলা প্রবর্তন করে। আমাদের সরকারের প্রবর্তিত আয়কর মেলার সুফল করদাতাগণ পাচ্ছেন এবং এর মাধ্যমে দেশের রাজস্ব আহরণও বৃদ্ধি পাচ্ছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top