সেবা ডেস্ক: সিগারেটের বিজ্ঞাপন প্রচারকালে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির পরিবেশককে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বৃহস্পতিবার সকালে এ জরিমানা আদায় করেন।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) সংশোধন আইন ভঙ্গ করে বিজ্ঞাপন প্রচারের দায়ে সিলেট নগরীর শিবগঞ্জ সোনাপাড়া এলাকায় আবুল খায়ের কোম্পানির পরিবেশক বকুল মিয়ার কাছ থেকে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।