৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক ৬ কর্মকর্তা কারাগারে

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  গ্রাহকের ৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার অগ্রণী ব্যাংকের পাবনার পাকশী শাখার সাবেক ব্যবস্থাপকসহ ৬ কর্মকর্তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 
 
বৃহস্পতিবার দুপুরে তাদের পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে দুদক। শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
 
দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক জানান, ১৯৯৮-২০০৪ সালের মধ্যে অগ্রণী ব্যাংক পাবনার পাকশী শাখায় কর্মরত অবস্থায় আসামিরা পরস্পর যোগসাজশে ভুয়া বিল-ভাউচার তৈরি করে গ্রাহকের ৯৩ লাখ টাকা আত্মসাৎ করেন। এই নিয়ে দুদকের করা মামলায় বুধবার সন্ধ্যায় পাঁচজনকে ও বৃহস্পতিবার সকালে একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- অগ্রণী ব্যাংক পাকশী শাখার সাবেক কর্মকর্তা আমিনুল ইসলাম, একই শাখার সাবেক ব্যবস্থাপক আফসার আলী, মোশাররফ হোসেন, কায়সার আলী এবং একই শাখার সাবেক ক্যাশিয়ার নুরুল ইসলাম ও রমজান আলী। 
 
দুদুকের উপ-পরিচালক জানান, মামলাটির অধিকতর তদন্তের জন্য আসামিদের বিরূদ্ধে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top