এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের চারণ কবি ও ছড়াকার মহিউদ্দিন বিন জুবায়েদ এর সম্পাদনায় প্রকাশিত সাহিত্য কাগজ সিঁড়ি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৯ অক্টোবর সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই মোড়ক উন্মোচন করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান।এ উপলক্ষে কবি মহিউদ্দিন বিন জুবায়েদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপসি'ত ছিলেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, কবি সংঘের সভাপতি তালাত মাহমুদ, সাধারণ সম্পাদক ড. আব্দুল আলীম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান ও নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এছাড়া অনুষ্ঠানে শেরপুরের বিভিন্ন নবীন ও প্রবীণ কবি-সাহিত্যিকগণ উপসি'ত ছিলেন।
উল্লেখ্য, সিঁড়ির সংক্ষিপ্ত মুখবন্ধে বলা হয়েছে, ছোট কাগজ লেখক তৈরির সিঁড়ি। যারা সচেতন জীবনবোধ কবিতা রচনা করে সমাজের জন্য কিছু করতে চায় আগামী দিনে সিঁড়ি তাদের কবিতা প্রত্যাশা করে। এতে কবি তালাত মাহমুদ, কবি আরিফ হাসান, ড. আব্দুল আলিম তালুকদার, এড. সুরুজ্জামান, হাসান শহীদ সাইফুল্লাহ, মোহাম্মদ জুবায়ের রহমান, মোস্তাফিজুল হক ও সম্পাদক মহিউদ্দিন বিন জুবায়েদসহ ১৬ জনের কবিতা স'ান পেয়েছে। অধিকাংশ কবিতায় স্বদেশ-স্বাধীনতা, প্রেম ও সৌন্দর্য্যের গীতিময়তা স'ান পেয়েছে।