শেরপুরে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মরণ সভা

Unknown
 এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্মরণ সভা ও কবিতা পাঠের অনুষ্ঠান হয়েছে শেরপুরে। ২৯ অক্টোবর শনিবার সন্ধ্যায় কবি সংঘের উদ্যোগে শেরপুর প্রেসক্লাব ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম রিয়াজুল হাসান।
কবি সংঘের সভাপতি কবি তালাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার মুখ্য আলোচক এবং কবি সংঘের সাধারণ সম্পাদক ড. আব্দুল আলীম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি কবি আরিফ হাসান ও নবারুণ পাবলিক স্কুলের অধ্যক্ষ আবুল কালাম আজাদ আলোচক হিসেবে অংশ নেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, সাংবাদিক এমআরটি মিন্টু, শহীদুল ইসলাম, হাফিজুর রহমান লাভলু প্রমুখ। পরে সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’ কবিতা আবৃত্তি করেন রফিকুল ইসলাম আধার। অনুষ্ঠানে কবি তালাত মাহমুদসহ উপসি'ত অন্যান্য কবিরাও স্বরচিত কবিতা পাঠ করেন। এছাড়া অনুষ্ঠানের প্রারম্ভে প্রয়াত সৈয়দ শামসুল হকের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top