রাজশাহী জোনে ২০১৫-১৬ অর্থবছরে ৪১১ কোটি টাকা কর আদায়

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  রাজশাহী কর অঞ্চল ২০১৫-’১৬ অর্থবছরে ৪১১ কোটি টাকা আয়কর আদায় করেছে। যা ২০১৪-’১৫ অর্থবছরের চেয়ে ২১ কোটি টাকা বেশি। কর আদায় প্রক্রিয়া সহজীকরণ এবং কর কর্মকর্তা ও করদাতাদের মধ্যে আন্তরিক সম্পর্কের ভিত্তিতে কর আদায় শুরুর পর থেকে দিন দিন আয়কর আদায়ের হার বৃদ্ধি পাচ্ছে।

১ থেকে ৭ নভেম্বর সপ্তাহব্যাপী আয়কর মেলা-২০১৬ এবং ৩০নভেম্বর আয়কর দিবস-২০১৬ উপলক্ষে কর কমিশনার দবির উদ্দিন মঙ্গলবার তার অফিসের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, নতুন সাধারণ কারদাতা যুক্ত হওয়ায় ধীরে ধীরে করদাতার সংখ্যা বাড়ছে। এটি দেশের জন্য একটি শুভ ইঙ্গিত।

তিনি বলেন, করদাতার সংখ্যা রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা জেলায় উল্লেখযোগ্য হারে কর আদায় ও করদাতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যদিও এসব এলাকায় বৃহৎ শিল্প অথবা বাণিজ্য কেন্দ্র নেই।
দবির উদ্দিন আশা প্রকাশ করেন, ‘আমরা ২০১৬-’১৭ অর্থবছরে ৫৪০ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবো।’

চলতি অর্থবছরে নতুন ১৮০০ করদাতা সনাক্ত করা হয়েছে।  তিনি জানান, করদাতাদের স্পট অ্যাসেসমেন্ট, সার্ভে ও পুরস্কৃত করাসহ বিভিন্ন উদ্বুদ্ধকরণ পদক্ষেপ গ্রহণের ফলে করের আওতা বৃদ্ধি পেয়েছে। কমিশনারের অফিস চত্বরে উন্মুক্ত সহায়তা ডেস্ক চালু করায় প্রতি কর্মদিবসে বিপুলসংখ্যক করদাতা এখানে এসে কিভাবে তারা কর পরিশোধ করবেন তা জেনে নিচ্ছেন।

গত কয়েক বছর ধরে আয়োজিত কর মেলায় করদাতাদের উল্লেখযোগ্য সাড়া পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, মেলার মূল উদ্দেশ্য করদাতাদের উৎসাহিত করা।
সংবাদ সম্মেলনে ডেপুটি কমিশনার আবদুল মালেক ও মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
বাসস. 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top