স্বাস্থ্য খাতে উন্নয়নে বাজেটে বরাদ্দ বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Unknown
সেবা ডেস্ক:  স্বাস্থ্য খাতের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সংশোধিত বাজেটে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। রবিবার অর্থমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী অাবুল মাল আবুল মুহিতকে এই আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
 
জবাবে অর্থমন্ত্রী সংশোধিত বাজেটে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানোর প্রস্তাবটি বিবেচনার আশ্বাস প্রদান করেন। 
 বৈঠকে স্বাস্থ্য খাতে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে এবং সিলেট অঞ্চলের হাসপাতাল গুলোতে জনগণের চিকিৎসা সেবা বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়। 
 
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জায়গা নির্বাচনের বিষয়টি বৈঠকে আলোচনা হয়।  
বৈঠকে স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলামসহ স্বাস্থ্য ও অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top