সেবা ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষার্থীদের যানজট এড়িয়ে যথা সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।
বুয়েটের উপপরিচালক (জনসংযোগ) শাহ আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, ২২ অক্টোবর শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম সম্মেলন উপলক্ষে যানজটের আশঙ্কার পরিপ্রেক্ষিতে গণমাধ্যমে তারা এই বিজ্ঞপ্তি দিয়েছে। একই দিন সিভিল ইঞ্জিনিয়ারিং (পুরকৌশল) ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা এবং অন্যান্য ভবনে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় ৮ হাজার ৭০৬ জন পরীক্ষার্থী অংশ নেবে।