শফিকুল ইসলাম: স্বামীর অপবাদ সহ্য করতে না পেরে বিষপানে দুই ভাই-বোনের আত্মহত্যার চেষ্টায় একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় এরশাদুল নামের অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
![]() |
| আপন ভাই-বোনের মধ্যে অবৈধ সম্পর্ক আছে বলে স্বামীর অপবাদ সহ্য না হওয়ায় স্ত্রী-শ্যালকের বিষপান করে আত্মহত্যার চেষ্টায় বোনের মৃত্যু, ভাই চিকিৎসাধীন |
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালের দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউনিয়ার চর গ্রামে।
পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত চার বছর আগে উপজেলার কাউয়ার চর গ্রামের সায়দার আলীর মেয়ে তুলি খাতুন এর বিয়ে হয় একই ইউনিয়নের ঝগড়ার চর গ্রামের রাশেদুল ইসলাম নামের এক ছেলের সাথে। তাদের ঘরে সন্তান জন্ম না হওয়ায় স্বামী ও স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিলো।
একপর্যায়ে স্বামী রাশেদুল ইসলাম তার স্ত্রী তুলিকে নানা ভাবে শাররিক ও মানষিক নির্যাতন করতো।
এছাড়াও আপন ভাই-বোনের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে বলে স্বামী অপবাদ দিত এবং পরিবারের সকলকে জানাইতো।
স্বামীর অপবাদ সহ্য করতে না পেরে ও লোকলজ্জার ভয়ে আপন দুই ভাই-বোন বাড়ির লোকজনের অজান্তে সকালের দিকে বিষপান করে।
কিছুক্ষণ পর বিষপানের বিষয়টি পরিবারের লোকজন জানতে পেরে তাদের দুইজনকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ঘন্টাখানেক পর চিকিৎসাধীন অবস্থায় বোন তুলির মৃত্যু হয়। অপরজন ভাই এরশাদুল হককে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
স্থানীয় ইউপি সদস্য মো. আবু সায়েদ ভাই-বোনের বিষপানে আত্মহতার বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন, ভাই-বোনের বিষপানের বিষয়টি জেনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
রৌমারী- নিয়ে আরও পড়ুন

রৌমারীতে বার্ষিক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রৌমারীতে অটোবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

রৌমারীতে শ্বাশুড়িকে কুপিয়ে আহত করলো জামাই

রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত

রৌমারীতে পুকুরের পানিতে ডুবে মামা-ভাগিনার মৃত্যু


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।