কিবরিয়া হত্যা মামলায় দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জের হাছন আলী ও আব্দুল হাই নামের দুজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 
 
বৃহস্পতিবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল হোসেন আসামিদের উপস্থিতিতে তাদের সাক্ষ্য গ্রহণ করেন। আদালত আগামি ২৬ অক্টোবর মামলার পরবর্তী তারিখ ধার্য করেছে। 
 
এ নিয়ে ওই মামলায় মোট ১৭১ জন সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ করা হলো। সাক্ষ্য গ্রহণকালে সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়া হরকাতুল জিহাদ(হুজি)-এর শীর্ষ নেতা মুফতি হান্নানসহ কারাবন্দি অপর ১২ আসামি ও জামিনে থাকা ৮ আসামি উপস্থিত ছিলেন।
 
২০০৫ সালের ২৭ জানুয়ারী হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদাসহ পাঁচজন।
 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top