জয়র্ধন পাল, চট্রগ্রাম: ডেসটিনি ২০০০ লিঃ এর এমডি ড.মো. রফিকুল আমিন এবং চেয়ারম্যান আলহাজ্ব মো.হোসাইনের মুক্তি এবং ডেসটিনির সকল সমস্যা সমাধানের দাবিতে আজ ৩০/১০/২০১৬ইং রবিবার বিকাল ০৪:০০ ঘটিকার সময় চট্টগ্রাম পাহাড়তলী থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম (গ্রীন) উদ্দ্যেগে ৬৭ তম স্বাপ্তাহিক আলোচনা সভা চট্রগ্রাম পাহাড়তলী থানাতে ডেসটিনি ক্রয়কৃত নিজস্ব জায়গাতে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় ডিএসএমএফ গ্রীন সদস্য মো: সেলিম এর সভাপতিতে উক্ত আলোচনা শুরু করেন। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন এর চট্রগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির যুগ্ম আহবায়ক রাজীব চক্রবর্তী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য শামসুউদ্দিন আহমেদ। সভার শুরুতে পাহাড়তলী ডিএসএমএফ গ্রীন এর কার্যক্রম ও কাজের ফলাফল নিয়ে বক্তব্য দেন পাহাড়তলী ডিএসএমএফ গ্রীন এর দ্বায়েত্বপাপ্ত লিডার- সিদ্দিক আহমেদ, জয়র্ধন পাল, অজয় সরকার ও কবির হোসেন।
প্রধান অতিথি সহ উপস্থিত সকলের বক্তব্যে বলেন- ডেসটিনি এমডি ড.মো. রফিকুল আমিন এবং চেয়ারম্যান আলহাজ্ব মো.হোসাইনের নির্শত মুক্তি ও ডেসটিনি কার্যক্ষম চালুর দাবি জানান। দুদকের মিথ্যা মামলা কারনে ডেসটিনি পরিচালকরা গত ৪.৫ বছর কারাগারে বন্ধী থাকার কারনে ডেসটিনি সম্পদ আজ বিলুপ্ত ও ধংষ হচ্ছে, ডেসটিনি হাজার কোটি টাকার গাছ কেটে নিয়ে যাচ্ছে কিছু অসৎ ব্যক্তি ও ক্ষমতালোভী একটি মহল, আমাদের বিনিয়োগ আজ হুমকির মুখে। আমরা ডেসটিনি নামে কোন অভিযোগ করিনি, ডেসটিনি এমডি ও চেয়ারম্যান কাছে আমাদের বিনিয়োগ নিরাপদ, আমরা ডেসটিনিতে ভাল ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাছে আকুল আবেদন ও জরুরি হস্তক্ষেপ চাই ডেসটিনি পরিবার- ডেসটিনি এমডি ড.মো: রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে নিশর্ত মুক্তি দিয়ে ডেসটিনিকে কাজ করার সুযোগ করে দিয়ে ডেসটিনি সাথে জরিত ৪৫ লাখ পরিবার ৩ কোটি মানুষকে বাচান, আমরা ডেসটিনিতে কাজ করতে চাই, ডেসটিনির মুক্তি চাই। প্রোগ্রামে আরো উপস্হিত ছিলেন সদস্য জাহাঙ্সগীর আলম, ফিরোজ মিক্রা, মো: শাহীন, নারগিস সুলতানা, সাইফুল আহমেদ, মানচুর আহমেদ, সজল রায় সহ পাহাড়তলী থানার বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক বৃন্দরা। মো: সেলিম এর সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্তি করেন।