এম. সুরুজ্জামান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার বনাঞ্চলে মানুষ ও হাতির দ্বন্দ নিরসনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইগাতী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদর বাজারে মানুষ বাঁচাও হাতি বাঁচাও এ স্লোগানে ৩০ অক্টোবর রবিবার বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন শ্রেণি পেশার শতশত মানুষ ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা জাসদ, উত্তরণ পাবলিক স্কুল, মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, হাজী অছি আমরুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়, আইডিয়াল স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠণ বাতায়ন, স্টুডেন্ট পাওয়ার, ড্রাগিস্ট ও ক্যামিস্ট সমিতি অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ইউএনও মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা জাসদ’র সাধারন সম্পাদক মো. ছামেদুল হক, বাংলাদেশ মানবাধিকার শেরপুর জেলা কমিটির সহ-সভাপতি আঞ্জুমুন আলম লিপি, সাধারন সম্পাদক এড. শক্তিপদ পাল, সাংগঠনিক সম্পাদক নাসরীন বেগম ফাতেমা, সদস্য সম্পা দত্ত, ঝিনাইগাতী উপজেলা কমিটির সভাপতি মিস. রবেতা ম্রং, সহ-সভাপতি আইয়ূব আলী বিদ্যুৎ, নূরে আলম সিদ্দিকী, সাধারন সম্পাদক হারুন উর রশিদ, যুগ্ম সম্পাদক আয়েশা সিদ্দিকা রুপালী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল হক মনির, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান ইসমাইল ও সদস্য সোহানুর রহমান খান সুজন প্রমূখ।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, ঝিনাইগাতী সীমান্তে সাম্প্রতিককালে মানুষ-হাতি দ্বন্দ প্রকট আকার ধারন করেছে। বনভূমি দখল করে মানববসতি স'াপন, প্রাকৃতিক বন ধ্বংস হওয়ায় বনে হাতির খাবার ও বিচরণস'ল নষ্ট হয়েছে। এতে বন্যহাতির দল প্রায় পাহাড় থেকে লোকালয়ে নেমে আসছে। এদিকে, হাতি তাড়াতে সাধারন মানুষও আগ্রাসী আচরণ করছে। এতে বন্যহাতির আক্রমণে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি যেমন হচ্ছে, তেমনি মানুষের পাতা বিদ্যুৎতের ফাঁদ এবং নানা কায়দায় বন্যহাতিও মারা পড়ছে। এজন্য মানুষের জামমাল এবং বন্যহাতি রক্ষায় দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের নিকট দাবী জানানো হয়। মানববন্ধন শেষে বাংলাদেশ মানবাধিকার কমিশন ঝিনাইগাতী উপজেলা কমিটির পক্ষ থেকে ইউএনও’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সীমান্তে মানুষ ও হাতির দ্বন্দ নিরসনের দাবীতে স্মারক লিপি প্রদান করা হয়।