সেবা ডেস্ক: সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস পরিদর্শন করেছেন চীনের ইউন্নান প্রদেশের লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার সকাল ১১টায় ইউনান প্রদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পরিচালক লি কুংয়াও এর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অফিস পরিদর্শন করেন। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে সুপ্রিম কোর্টে বিদ্যমান আর্থিকভাবে অস্বচ্ছল জনগোষ্ঠীর জন্য সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে তাদের ধারণা দেওয়া হয়।
এ সময় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মালিক আব্দুল্লাহ্ আল-আমিন, সহকারী পরিচালক মাসুদা ইয়াসমিন, সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট টাইটাস হিল্লোল রেমাসহ চীনা প্রতিনিধি দলের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মালিক আব্দুল্লাহ্ আল-আমিন বলেন, এই প্রতিনিধি দলের কাছে নিম্নআদালত থেকে উচ্চ আদালতের সরকারি এই আইনি সেবার কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়েছে।
উল্লেখ্য যে, গত এক বছরে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আবেদনকৃত মামলার বিপরীতে ৫৪ শতাংশ মামলা নিষ্পত্তি করা হয়েছে। গত বছরের জুলাই হতে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত মোট আবেদনের সংখ্যা ৪৪২টি এর বিপরীতে ৩৯১টি আবেদন গৃহীত হয়। এর মধ্যে ২১১টি মামলা নিষ্পত্তি লাভ করে।
