বিমানে ঘুমের ভান করে কিশোরীর শ্লীলতাহানি, ব্যবসায়ী আটক

Unknown
সেবা ডেস্ক:  যুক্তরাজ্যগামী বিমানে ঘুমন্ত এক কিশোরীর পাশে বসে ঘুমের ভান করে অসভ্যতা করার প্রমাণ পাওয়ায় ২০ সপ্তাহের জেল হয়েছে ভারতীয় বংশোদ্ভূত কাতারের এক ব্যবসায়ীর।
ঘটনাটি ঘটে এ বছরের জুলাই মাসে। সুমন দাস নামে বছর ৪৬-এর ওই ব্যবসায়ী দোহা থেকে ম্যাঞ্চেস্টার যাচ্ছিলেন। তার পাশের সিটে ছিলেন বছর আঠারোর ওই কিশোরী। কিশোরীর অভিযোগ, সুমন দাস নামের ওই ব্যক্তি তার অঙ্গে ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। বিমানটি ম্যাঞ্চেস্টার বিমানবন্দরে পৌঁছালে যুবতীর অভিযোগের ভিত্তিতে পুলিশ কাতারের ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে।
অভিযুক্তকে ম্যাঞ্চেস্টারের ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করতে থাকেন। আত্মপক্ষ সমর্থনে ওই ব্যক্তি বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে ওই যুবতীর গায়ে হাত দেননি। ঘুমের ঘোরে দুর্ঘটনাবশত হাত পড়ে। শুনানির সময় যুবতী আদালতে জানান, এটা দুর্ঘটনা ছিল না। তিনি ইচ্ছাকৃতভাবেই এটা ঘটিয়েছেন। ওই ব্যবসায়ী জানতেন, তিনি কী করতে চলেছেন। ঘুমনোর ভান করেছিলেন মাত্র। তার আগে আমি দেখেছি তিনি বারবার আমার দিকে দেখছিলেন। আমি ঘুমিয়ে পড়েছি কিনা, এটা দেখাই উদ্দেশ্য ছিল ওই ব্যক্তির।
দু-পক্ষের শুনানি শেষে গত বৃহস্পতিবার বিচারক ভারতীয় বংশোদ্ভূত কাতারের ওই ব্যবসায়ীকে ৫ মাসের কারাবাস দিয়েছেন। সেই সঙ্গে ১১৫ পাউন্ড আর্থিক জরিমানা করা হয়েছে। সাজার মেয়াদ শেষ হলে আরও এক বছর তাকে পুলিশের নজরদারিতে থাকতে হবে।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top