সেবা ডেস্ক: ভোলার মনপুরা উপজেলা ঘেঁষা মেঘনা নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৬০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। আটকরা হলেন, মো. মনির হোসেন (৩০) ও মো. ইউসুফ (১৮)
জানা গেছে, শুক্রবার সকাল ১০টা থেকে শনিবার সকাল পর্যন্ত মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই দুই জেলেকে আটক করা হয়। এবং এসব জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে আটক দুই জেলের বিচারের জন্য বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।