সেবা ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে আগুন লেগে প্রায় ২৩০টি দোকান ও ৮১টি বসতবাড়ি পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
বাঘাইছড়ি উপজেলার খেদামারা ইউনিয়নের চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা জানান, দুপুর ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে লেপ তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন বাজারের চারপাশে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় বাজারের সব কয়টি দোকান।
খবর পেয়ে লংগদু উপজেলার মাইনী সেনাজোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আব্দুল আলিমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল আগুন নিয়ন্ত্রণে আনেন। লংগদু উপজেলার মাইনী সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আব্দুল আলিম জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় দূরছড়ি বাজারের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।