বাঁশখালী তৈয়বীয়া তাহেরীয়া সুন্নিয়া মাদরাসার জেডিসি ও এবতেদায়ী পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

Unknown
শিব্বির আহমদ রানা,বাঁশখালী প্রতিনিধি: গতকাল (৩০ অক্টোবর ১৬ ইংরেজী) রবিবার সকাল ১০ ঘটিকায়  মাদ্রাসা মিলনায়তনে জনাব, হাফেজ কামাল উদ্দীনের সঞ্চালনায় অত্র মাদ্রাসার  ম্যানেজিং কমিটির সেক্রেটারি জনাব, আলহাজ্ব  মাওলানা আবু বকর সিকদার এর সভাপতিত্বে বাঁশখালী কাহারঘোনা তৈয়বীয়া তাহেরীয়া সুন্নিয়া মাদরাসার জেডিসি ও এবতেদায়ী পরিক্ষার্থীদের দোয়া ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- গাউছিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান জনাব, আলহাজ্ব  পেয়ার মুহাম্মদ কমিশনার।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- তাহেরিয়া সাবেরিয়া নুরুল উলুম হোসাইনীয়া মাদরাসার সুপার জনাব, মাওলানা জালাল উদ্দীন সাহেব। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অত্র মাদ্রাসার সুপার, জনাব অধ্যক্ষ মাওলানা আনিসুর রহমান, মাওলানা এহছানুল হক; সহ- সুপার অত্র মাদ্রাসা, মাওলানা আব্দুর রহমান, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মোরশেদুল, মরতুজা আলী সওদাগর, আব্দুল মোনাফ মিস্ত্রী, হাজী আব্দুস সালাম মেম্বার, কামাল উদ্দীন সওদাগর  সহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ।

সভায় প্রধান অথিতি ছাত্র/ছাত্রীদের উদ্দ্যেশ্যে বলেন- আপনারা আগামী দিনের জাতীর শ্রেষ্ট সন্তান হিসাবে গড়ে উঠবে। জাতীর ভবিষ্যৎ কর্ণধার আপনারাই। তাই আপনাদেরকে হতে হবে মেধাবী ছাত্র। জাতী অনেক কিছু আশা করে আপনাদের থেকে। আগামী অনুষ্টিতব্য পরীক্ষায় আপনারা যথাযত মেধার স্বাক্ষর রাখবেন এই প্রত্যাশা রাখি। তিনি সকলের সু-স্বাস্থ্য ও সফলতা কামনা করে তারঁ আলোচনা সমাপ্ত করেন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা জালাল উদ্দীন সাহেব, মাওলানা আনিসুর রহমান,মাওলানা এহছানুল হক সহ প্রমূখ।

পরিশেষে মাওলানা আবুবকর  সিকদারের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভার সমাপ্তী  করেন। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top