'ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলেও বাংলাদেশের সাথে চলমান বাণিজ্যে কোন প্রভাব পড়বে না।'

Unknown
সেবা ডেস্ক:  বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ যুক্তরাজ্য বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক জোনে সরাসরি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে বলেছেন, 'ইইউ থেকে যুক্তরাজ্য বেরিয়ে গেলেও বাংলাদেশের সাথে চলমান বাণিজ্যে কোন প্রভাব পড়বে না।'
তিনি বলেন, 'যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করবে। বর্তমানে যুক্তরাজ্যের ২০০-এর বেশি প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে এবং সফলভাবে বাণিজ্য পরিচালনা করছে। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, কৃষি ভিত্তিক শিল্পতে যুক্তরাজ্য সরাসরি বিনিয়োগ করতে চায়।' বাণিজ্যমন্ত্রী মঙ্গলবার ঢাকায় সচিবালয়ে তার অফিস কক্ষে বাংলাদেশে সফররত যুক্তরাজ্যের ডেভেলপমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডএফআইডি) এর মহাপরিচালক ডেভিড কেনেডি এর নেতৃত্বে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আলিসন ব্লাকসহ উচ্চ পর্যায়ের ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এর সঙ্গে বৈঠক করে সাংবাদিকদের এ সব কথা বলেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় এ সময় উপস্থিত ছিলেন। -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top