সেবা ডেস্ক: চলতি বছরের জুলাই মাসে মুক্তির পর একের পর এক রেকর্ড গড়েছে সালমান খানের ‘সুলতান’ চলচ্চিত্র। ৬০০ কোটির ব্যবসাও করেছে যশরাজ ব্যানারের এই ছবি। ভারতীয় বা হলিউডি ছবিগুলির মধ্যে সব থেকে বেশি অ্যাডভান্স বুকিং হয়েছে ‘সুলতান’ দেখার জন্য। সেই ‘সুলতান’-এর গল্প শুনে মুগ্ধ হয়ে গেলেন হলিউড সুপারস্টার সিলভেস্টার স্ট্যালোন।
এ খবর জানিয়েছেন ‘সুলতান’ পরিচালক আলি আব্বাস জাফর। সম্প্রতি পিটিআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, পরের ছবির কাজ নিয়ে লস অ্যাঞ্জেলেস গিয়েছিলাম, সেখানেই স্ট্যালোনের সঙ্গে দেখা করি। আমি অল্প সময় চেয়েছিলাম। উনি সময় নিয়ে আমার কাছে সুলতানের কাহিনি শোনেন।
‘সুলতান’র গল্প শুনে কী বললেন স্ট্যালোন! আলি বলেন, স্ট্যালোন এমন একটা গল্প নিয়ে আমেরিকাতে ছবি করার আগ্রহ দেখিয়েছেন। কারণ, এটা এমন একজন মানুষের গল্প, যে সবকিছু হারিয়েও ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করে চলেছে।
মুক্তির পর থেকে অনেক রেকর্ড-ই করেছে ‘সুলতান’। এ বার হলিউড সুপারস্টার সিলভেস্টার স্ট্যালোনের বাহবা ‘সুলতান’র মুকুটে নতুন পালকের সংযোজন করল বলে মনে করছেন বলিউড সংশ্লিষ্টরা। আনন্দবাজার।
