
ট্রাম্প তার ক্ষমতাগ্রহণ দলের হেডকোয়ার্টার হিসেবে ব্যবহার করছেন ট্রাম্প টাওয়ারকে। তিনি এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে জানা যায়নি কে এই কাজটি করেছি। গুগলও এই বিষয়ে এখনো পর্যন্ত কিছু বলেনি। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ তোলপাড় চলছে। টুইটারে #ডাম্প_ট্রাম্প হ্যাশট্যাগে ট্রেন্ডিং চলছে। একজন ব্যবহারকারী বলেন, ট্রাম্প টাওয়ারের সত্যিকারের নাম গুগল ম্যাপে দেয়া জিনিয়াসকে ধন্যবাদ।
এর আগেও গুগলে বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করেছে মানুষ। স্পেনের বিভিন্ন শহরের নাম হাজার বছর আগের মুসলিম শাসনামলের সময়ের শহরের নামে পরিবর্তন করা হয়। জিব্রাল্টারের কাছে অবস্থিত আন্দালুশিয়ান শহর আলজেসিরাসের নাম পরিবর্তন করে রাখা হয় তাইফা ডে আলজেসিরাস। ডেইলি মেইল।