'একাত্তরের খুনি যুদ্ধাপরাধীদেরই এখন বিচার হচ্ছে'

Unknown
সেবা ডেস্ক:  'যেসব যুদ্ধাপরাধীর এখন বিচার হচ্ছে, একাত্তরে তাদের এই শারীরিক অবয়ব ছিল না। একাত্তরে এরা যুবক ছিল, হত্যাকারী ছিল। এসব হত্যাকারীদেরই এখন বিচার হচ্ছে।' এমনটাই মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
 
তিনি বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির উদ্যোগে 'স্টুডেন্ট এলামনাই কংগ্রেস' এ প্রধান অতিথির বক্তৃতাকালে এই মন্তব্য করেন।
 
এদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান একধাপ বেশি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, 'একাত্তরে নারীর যুদ্ধটা পুরুষের চেয়ে অনেক কঠিন ছিল। নারী এবং পুরুষ দু'জনই যুদ্ধ করেছে দেশ রক্ষার জন্য। কিন্তু নারীর আরেকটি যুদ্ধ ছিল ইজ্জত রক্ষার যুদ্ধ। পুরুষদের সেটা করতে হয়নি। সুতরাং এদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান একধাপ বেশি।'
 
তিনি আরও বলেন, 'এছাড়া কোন নারী পাকিস্তানের দালাল বা আল-বদর বাহিনীর সদস্য ছিল না, রাজাকার বাহিনীতে কোন নারী ছিল না। নারীরা ইজ্জত দিয়েছে, কিন্তু পাকিস্তানীদের পায়ে ধরেনি।'ৎ
 
তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'হৃদয়ে দেশপ্রেম আছে কি না তা একটি দেশের নাগরিকের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। যে মত বা পথেরই হোন আপনার মধ্যে দেশপ্রেম না থাকলে আপনি সমাজের বোঝা হয়ে যাবেন।'
 
সাংবাদিকদের সচেতনতার প্রতি গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, 'গণমাধ্যম-কর্মীদের সদা সকল বিষয়ে সজাগ থাকতে হবে। যদি তারা সজাগ না থাকে তাহলে দেশ হোঁচট খাবে। অতএব তাদের সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে।'
 
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম ও ব্রিটিশ কাউন্সিল অব বাংলাদেশের উপ পরিচালক জিম স্কার্থ। -বাসস।
 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top