'পাবলিক টয়লেটের জন্য প্রয়োজনে জমি অধিগ্রহণ'

Unknown
সেবা ডেস্ক:  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, 'আধুনিক ও দৃষ্টিনন্দন পাবলিক টয়লেট তৈরির জন্য প্রয়োজনে জমি অধিগ্রহণ করা হবে।'
তিনি বৃহস্পতিবার রাজধানীর মহাখালী, ফার্মগেট ও শ্যামলীতে ৩টি পাবলিক টয়লেট উদ্বোধনের সময় এ কথা বলেন।
এ সময় ফার্মগেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'রাজধানীতে জমির সঙ্কট। তবুও আমরা চেষ্টা করছি। প্রয়োজনে জমি অধিগ্রহণ করে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে।'
আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এ তিনটি পাবলিক টয়লেট স্থাপন করেন ওয়াটার এইড বাংলাদেশ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং এইচ এন্ড এম ফাউন্ডেশনের অর্থায়নে স্থাপিত নতুন টয়লেট তিনটির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ওয়াটার এইড’র প্রতিনিধি ড. মো. খায়রুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মো. নাছির, ফরিদুর রহমান খান ও হাবিবুর রহমান মিজান উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র বলেন, 'প্রতিশ্রুতি ছিল মানসম্মত পাবলিক টয়লেট নিশ্চিত করা। সে হিসেবে আগামী ৩ মাসের মধ্যে আরো ১২ টির উদ্বোধন করা হবে।' -বাসস।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top