
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১০ নভেম্বর বৃহস্পতিবার ওই দুই যুবক মহিল কলেজে জেএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালিন সময়ে দুই পরীক্ষার্থীকে উত্যক্ত ও তাদের কু-প্রস্তাবে রাজি না হলে এসিড ছুরে মারার হুমকি দেয়। খবর পেয়ে থানা-পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় দেলোয়ারে কাছ থেকে পেপসোডেন্ট টুথ পাউডারের কৌটা ভর্তি প্রায় ১০০ গ্রাম এসিড পাওয়া যায়। অভিযোগ রয়েছে, গ্রেফতারকৃতরা ওই দুই স্কুলছাত্রীকে বেশকিছু দিন ধরে পথে ঘাটে উত্যক্ত করে আসছিল।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।