কুড়িগ্রামে একটি ইটভাটার দখলকে কেন্দ্র করে হামলা: ৪জন আটক

G M Fatiul Hafiz Babu

  ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি: ১০.১১.২০১৬

কুড়িগ্রামে একটি ইটভাটার দখল নিতে গিয়ে এক প্রভাবশালী হুকুমে সন্ত্রাসী হামালা চালায়। সংঘর্ষে অনত্মত আহত হয়েছে ১০জন। ভাটা অফিসঘর ভাংচুর সহ প্রধানমন্ত্রী ও জাতিরজনকের ছবিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসীদের হাতে ধৃত ৪জনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে কুড়িগ্রামে ভিতরবন্দ ইউনিয়নের ভাঙামোড় মেসার্স এএমডি ব্রিকস এলাকায় এ ঘটনা ঘটে।

নাগেশ্বরী থানা পুলিশ সুত্রে জানা গেছে, মেসার্স সরদার ব্রিকসটি পূর্বতন মালিকদের কাছ থেকে আনিসুর রহমান সম্প্রতি স্বত্ব কিনে নেন এবং এএমডি ব্রিকস নামে ইটভাটার কার্যক্রম শুরু করেন। অপরদিকে প্রভাবশালী ক্যাডার বাহীনির লোকজন সন্ত্রাসী হামলা চালায়। অপর আরও একজন পূর্বতন মালিকদের কাছে তিনিও ইটভাটাটি কিনেছেন বলে দাবি করেন। এমন অবস্থায় প্রভাবশালী ক্যাডার বাহীনির লোকজন সন্ত্রাসী হামলা চালায় এবং চার জন কুড়িগ্রাম সদর হাসাপাতালে
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top