
মেজর জেনারেল আবুল হোসেন রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদের স্থলাভিষিক্ত হবেন। প্রজ্ঞাপনে বলা হয়, মেজর জেনারেল আবুল হোসেনকে বিজিবি’র মহাপরিচালক পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। অপরদিকে, মেজর জেনারেল আজিজ আহমদকে লে. জেনারেল পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের সেপ্টেম্বরে কুমিল্লা সেনানিবাস থেকে ব্রিগেডিয়ার জেনারেল আজিজ আহমেদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৩ বছরের মেয়াদে বিজিবি’র মহাপরিচালক নিয়োগ দেয়া হয়। গত বছরের সেপ্টেম্বরে তার মেয়াদ শেষ হয়ে যায়। এই চার বছর তিনি অত্যন্ত দক্ষ ও সাহসিকতার সঙ্গে বিজিবি’র মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।