'বিত্তবানদের স্বাস্থ্যখাতে সহায়তার জন্য এগিয়ে আসতে হবে' : মোহাম্মদ নাসিম

Unknown
সেবা ডেস্ক:  আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্যখাতে সহায়তার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, 'দেশে বড় বড় ব্যবসায়ী ও বিত্তবানরা আছেন। তারা স্বাস্থ্যসেবায় অবদান রেখে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন। কিন্তু অনেকে আছেন- বড় বড় হাসপাতাল খুলে মানুষের পকেট কাটছেন। ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে সেবামূলক কাজ করা যাবে না।'
 
আজ বুধবার রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। 
 
সন্ধানী জাতীয় ব্লাড ব্যাংক প্রতিষ্ঠায় সরকার সহায়তা করবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে মানুষকে উৎসাহিত ও সচেতন করতে সন্ধানীর অবদান রয়েছে। তাদের এ মহৎ উদ্যোগকে সরকার সব সময় স্বাগত জানায়। যারাই এ ধরনের উদ্যোগ নিবে সরকার তাদের সঙ্গে থাকবে। স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, ডা. হাবিবে মিল্লাত এমপি, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহম্মেদ, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির সভাপতি অধ্যাপক ডা. একেএম সালেক, মহাসচিব ডা. জয়নাল আবদিন, সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সভাপতি জাহারুল হোসাইন খান, সাধারণ সম্পাদক শিবলী শাহরিয়ার প্রমুখ।
 
এর আগে বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এনেক্স চত্বর থেকে শাহবাগ জাতীয় যাদুঘর পর্যন্ত সচেতনতাম‚লক শোভাযাত্রা বের করা হয়। এতে সংগঠনের সদস্য ও চিকিৎসক-কর্মকর্তারা অংশ নেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top