যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভে গুলি, আহত ৫

Unknown
সেবা ডেস্ক:  যুক্তরাষ্ট্রের সিয়াটলে ট্রাম্প বিরোধী এক বিক্ষোভ মিছিলে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সিয়াটল পুলিশ জানায়, গুলির শব্দ শুনে আমরা দ্রুত সেখানে যাই এবং গুলিবিদ্ধ অবস্থায় ৫ জনকে উদ্ধার করি।
 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর থেকে দেশটির বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ। তেমনি এক বিক্ষোভে গুলির ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ আরো বাড়বে বলে মন্তব্য করেছে বিশেষজ্ঞরা।
 
সেখানে থাকে এক টিভি রিপোর্টার তার টুইট বার্তায় স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানায়, পাঁচ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অ্যাম্বুলেন্সে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
 
এ ঘটনার মূল হোতাদের গ্রেফতারের জন্য তদন্ত করছে সিয়াটল পুলিশ। এখন পর্যন্ত তারা কোন সন্দেহভাজনের নাম খুঁজে পায়নি। কিন্তু আরো হতাহতের ঘটনা এড়ানোর জন্য আপাতত ঐ এলাকার রাস্তায় অকারণে চলাফেরা বন্ধ রাখা হয়েছে। সিয়াটল ডটগভ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top