সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ॥

Unknown
কলাপাড়া প্রতিনিধি :  ব্রাক্ষনবাড়িয়ার নাসির নগরসহ সারাদেশে সামপ্রদায়িক হামলার সাথে জড়িত অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ উদিচী শিল্পী গোষ্ঠী, গন জাগরন মঞ্চ, মানিক মালা খেলাঘর আসর ও প্রগতি পাঠাগারের যৌথ উদ্যোগে বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় কলাপাড়ার শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্রিতে মোম জ্বালিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
কলাপাড়া হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ভূপেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন।

কলাপাড়া সিপিবির সাধারন সম্পাদক ও প্রগতি পাঠাগারের সদস্য নাসির তালুকদার, মানিক মালা খেলাঘর আসরের সভাপতি ও পৌর কাউন্সিলর মিসেস মনোয়ারা বেগম, কলাপাড়া মহিলা ক্লাবের সহ-সভাপতি নমিতা দত্ত, পৌর কাউন্সিলর উম্মে তামিমা বিথী, বিজলী রানী দাস, হিন্দুবৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ডা: সুভাষ চন্দ্র মিত্র, প্রগতি পাঠাগারের সদস্য প্রভাষক রফিকুল ইসলাম, খেপুপাড়া উদিচী শিল্পী গোষ্ঠীর আহবায়ক রেজাউল ইসলাম, কলাপাড়া ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি নীল রতন কুন্ডু, গণজাগরণ মঞ্চের গোলাম মোহাম্মদ রায়হান প্রমূখ। মানববন্ধন ও সমাবেশে বিভিন্ন ধর্ম লোক অংশগ্রহন করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top