বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ধান ক্ষেত থেকে ইয়ার হোসেন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বকশীগঞ্জ থানা পুলিশ সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২ টায় পৌর এলাকার মালিরচর মৌলভী পাড়া গ্রামের ধান ক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করেন।
ইয়ার হোসেন স্থানীয় মৌলভী পাড়া গ্রামের রিকশা চালক ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যা থেকে শিশু ইয়ার হোসেন হঠাৎ নিখোঁজ হন। রাতভর তাকে খোঁজাখুঁজি করেন তার মা আনেজা বেগম ও স্বজনরা।
দুপরে স্থানীয় কৃষকরা ক্ষেতে কাজ করতে গিয়ে শিশু ইয়ার হোসেনের মরদেহ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন:
পরে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেন। ওই শিশুর মুখে ও পায়ে রক্তের চিহ্ন রয়েছে। এছাড়াও তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় শিশুর মরদেহটি উদ্ধার করা হয়েছে।
ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের কবর জিয়ারত

বকশীগঞ্জে সবজির দাম আকাশচুম্বী, আগাম চাষে ঝুঁকছেন কৃষক

বকশীগঞ্জে তারুণ্য উৎসব ২০২৫ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর কমিটি গঠন

বকশীগঞ্জে বিজিবির অভিযানে ৯৩ পিস ইয়াবাসহ পাগলা হযরত আটক
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।