চট্টগ্রাম ডিএসএমএফ (গ্রীন) এর উদ্যোগে বিভাগীয় সম্মেলন ও স্বাপ্তাহিক ১০৩ তম আলোচনা সভা অনুষ্ঠিত

Unknown
সেবা ডেস্ক:  চট্টগ্রাম ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম – গ্রীন এর উদ্দ্যেগে ০৪-১১-২০১৬ইং বিকাল:০৩:৩০ মিনিটে পাহাড়তলী থানায় ডেসটিনি ক্রয়কৃত নিজস্ব জায়গাতে ডেসটিনি চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ও এমডি ড: মো: রফিকুল আমিনের নি:র্শত মুক্তির দাবিতে বিভাগীয় সম্মেলন ও স্বাপ্তাহিক ১০৩তম আলোচনা সভা অনুষ্ঠিত হয় |
সন্জীব চক্রবর্তী উপস্থাপনায় উক্ত প্রোগ্রাম পরিচালনা করেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীন চট্টগ্রাম বিভাগীয় যুগ্ন আহবায়ক হারুন উর রশিদ (পিএসডি)।
শুরুতে বিভিন্ন থানা থেকে দায়িত্ব প্রাপ্ত লিডারগন তাদের কাজের ধারাবাহিকতা নিয়ে কথা বলেন, সংগঠন এর সাথে কাজ করার অভিজ্ঞতা প্রকাশ করেন এবং বিভিন্ন থানার প্রতিনিধি বৃন্দরা তাদের থানা ও ওয়ার্ড ভিত্তিক কাজের সফলতা তুলে ধরেন, পাশাপাশি ডেসটিনি মুক্তির আন্দোলনে কিছু গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেন |
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য সচিব বিপ্লব দত্ত (পিএসডি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য ফারুক আহমেদ (পিএসডি), ডিএসএমএফ গ্রীন বিভাগীয় যুগ্ন আহবায়ক দিদারুল আলম, ডিএসএমএফ গ্রীন সমন্বয় কমিটির যুগ্ন আহবায়ক রাজীব চক্রবর্তী, ডিএসএমএফ গ্রীন সমন্বয় কমিটি সদস্য সচিব লিটন দাশ ও ডিএসএমএফ গ্রীন বিভাগীয় সদস্য শামশুদ্দিন আহমেদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ডেসটিনি-২০০০ লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ হোসাইন এবং এমডি ড. মো. রফিকুল আমিন স্যার এর নি:শর্ত মুক্তি না দেয়া পর্যন্ত ডেসটিনি ৪৫ লাখ পরিবার মুক্তির আন্দোলন চালিয়ে যাবে। ডেসটিনি পরিচালকদের বিরুদে আমাদের কোন অভিযোগ নেই, কেন মিথ্যা মামলা দিয়ে গত সাড়ে ৪ বছর ধরে বন্ধী করে রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে একটাই ‍অনুরোধ ডেসটিনির সকল ব্যাংক একাউন্ট খুলে দিয়ে, ডেসটিনি এমডি ও চেয়ারম্যান মুক্তি দিয়ে ডেসটিনি গ্রুপকে কাজ করার সুযোগ দিয়ে ডেসটিনি লাখ লাখ পরিবারকে বাঁচতে দিন।
বিশেষ অতিথিদের বক্তব্যে বলেন- ডেসটিনি দ্বারা আমরা প্রতারিত নই, আমরা হুলুদ সাংবাদিকের মিথ্যা সংবাদে আমরা প্রতারিত। আমরা ডেসটিনিতে কাজ করতে চাই, দুদকের মিথ্যা মামলার কারনে আমরা আজ ক্ষতিগ্রস্ত। আমাদের ডেসটিনি বাগান থেকে কোটি টাকার গাছ কেটে নিয়ে যাচ্ছে, আমাদের সম্পত্তি, জায়গা গুলো আজ দখল করে নিচ্ছে একটি গোষ্ঠী।
আমাদের সকল সমস্যা সমাধানের জন্য গনতন্ত্রের মানসকন্যা ডিজিটাল বাংলদেশের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমরা আপনার জরুরি হস্তক্ষেপ চাই।
অনুষ্ঠানে ওয়ার্ড, থানার প্রতিনিধিরা, ডেসটিনি-২০০০ লি: এর সাধারন ডিসট্রিবিউটর ও বিনিয়োগকারিরা এতে উপস্থিত ছিলেন | পরিশেষে দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে উক্ত সভা সমাপ্ত ঘোষনা করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top