সেবা ডেস্ক: বিমানবন্দর থানা ও সদর থানার যৌথ উদ্যোগে ৪ নভেম্বর ১৬ রোজ শুক্রবার সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জনাব পাবেল আহমদের উপস্থাপনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব আবু ফয়সল পিএস ডি।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব বিকাশ ধর বাবলু।
বিশেষ অতিথি ছিলেন জনাব রজত দেব পি এস ডি, সামন্ত ধর, রঞ্জিত কুমার তালুকদার, কবির উদ্দিন, রথী রায়, বক্তব্য রাখেন বিমানবন্দর ও সদর থানার প্রতিনিধিবৃন্দ।
তারা বলেন আমরা ডেসটিনিতে কাজ করে ভাল ছিলাম ভাল থাকতে চাই। প্রধান অতিথি বলেন আজ প্রায় ৪ বছর যাবৎ বিনা বিচারে এমডি চেয়ারম্যান কারাবন্দী। যেখানে আমরা বিনিয়োগকারীরা বলে আসছি ডেসটিনিতে আমাদের বিনিয়োগ নিরাপদ আছে আমরা আমাদের বিনিয়োগ ফেরত চাই না।
তাই আমরা আজ ন্যায় বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি, সভাপতি বক্তব্যে বলেন বাংলাদেশের বৃহৎ একটা জনগোষ্ঠী আজ কাজ হারিয়ে বেকার তাই আমাদের প্রাণের দাবী ডেসটিনির সকল ব্যাংক একাউন্ট খুলে দেওয়া ও এমডি চেয়ারম্যান এর নিঃশর্ত মুক্তি দাবী করি এবং আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি।