সেবা ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্মাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।মোহাম্মদ আলী বলেন, ছয়টি অনুষদের ইউনিটভিত্তিক পরীক্ষার ফল বৃহস্পতিবার একযোগে প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার ফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.brur.ac.bd তে পাওয়া যাবে।
এ বছর ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে ১২৩০টি আসনের বিপরীতে ৬১ হাজার ৫৭৭ জন পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেন। ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা গত ১৩ নভেম্বর শুরু হয়ে ১৭ নভেম্বর শেষ হয়।
