ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ভোলা তো যায় না তারে’

Nuruzzaman Khan
সেবা ডেস্ক:  নির্মাতা রফিক শিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ ছবিটি অফিসিয়ালি ইউটিউবে প্রকাশ করা হয়েছে। গত ১৯ নভেম্বর বঙ্গবিডির চ্যানেল থেকে সিনেমাটি ইউটিউবে মুক্তি দেয়া হয়েছ। 
রোমান্টিক গল্প-নির্ভর এ ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিরব ও তানহা। এছাড়া আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত, মাসুম আজিজ, একা, লীনা আহমেদ প্রমুখ। উল্লেখ্য, চলচ্চিত্রটি সারাদেশে এর আগে মুক্তি পায় চলতি বছরের ১৮ মার্চ। 
নির্মাতা রফিক শিকদারের ‘পদ্মা পাড়ের পার্বতী’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। ইউটিউবের দর্শকদের জন্য যারা হলে গিয়ে দেখতে পারেননি তারা এবার খুব সহজেই দেখার সুযোগ পাবেন বলে মনে করছেন নির্মাতা রফিক শিকদার।
২ ঘন্টা ১৮ মিনিটের এ সিনেমাটি এখন থেকে ইউটিউবে দেখা যাবে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top