ডিএসএমএফ গ্রীন বাঁশখালী থানার উদ্যোগে সাপ্তাহিক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত !!

Unknown
সেবা ডেস্ক:  বাঁশখালী থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর উদ্যোগে ১১ নভেম্বর ২০১৬ বাঁশখালী থানা পৌরসভাস্থ ডিএসএমএফ গ্রীণের অফিসে বাঁশখালী থানা কার্যকরী পরিষদের লিডারদের নিয়ে সভাপতি জনাব রঞ্জিত দেব দাস এর সভাপতিত্বে সাপ্তাহিক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন- ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর চট্টগ্রাম বিভাগীয়  যুগ্ন সদস্য সচিব জনাব রাজিব চক্রবর্তী, বিশেষ আলোচক জনাব এম এন আবছার সদস্য চট্টগাম বিভাগ, জনাব ডাঃ ভগীরথ তালুকদার, সদস্য চট্টগাম বিভাগ।

অনুষ্টানের প্রারম্ভে পবিত্র কোরান তেলাওয়াত করেন- জনাব, মো. আহমদ হোসেন, পবিত্র বেদ থেকে পাঠ করেন- জনাব শিবানন্দ দেব, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাঁশখালী থানা ডিএসএমএফ গ্রীণ এর মিডিয়া প্রধান ও দৈনিক ডেসটিনির রিপোটার জনাব, শিব্বির আহমদ রানা। 

এতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশখালী থানা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ এর কার্যকরী পরিষদের সদস্য জনাব ডাঃ রাম প্রসাদ তালুকদার; জনাব মোঃ কামরুজ্জামান প্রধান ট্রেইনার সমন্বয়ক, জনাব ডাঃ বেলাল উদ্দীন, ডেসটিনি ব্লাড ব্যাংক প্রধান সমন্বয়ক, মোহাম্মদ ফোরকান, আবুল কাশেম,  প্রণতি সিকদার, নিহারীকা মজুমদার  সহ প্রমূখ থানা লিডার বৃন্দ।

বিশেষ আলোচকের আলোচনায় এম এন আবছার বাঁশখালী থানা লিডারদের উদ্যেশ্যে বলেন- আমরা দীর্ঘ চারটি বছর ধরে মানবেতর জীবন যাপন করেছি। আমাদের অভিবাবক ডেসটিনি গ্রুপের সম্মানিত চেয়াম্যান মোহাম্মদ হোসাইন স্যার ও এমডি রফিকুল আমিন স্যার মিথ্যা ষড়যন্ত্রের অভিযোগে দীর্ঘ দিন যাবৎ কারাবরণ করছে। সেই অবধি আমরা কর্মহীন হয়ে ভবগুড়ে হামাগুড়ি দিয়ে সংসারের হাল টেনে যাচ্ছি। আজ আমরা দীর্ঘ চার বছর ডেসটিনি মুক্তির সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি। চরম ধৈর্য্যের পরিক্ষা দিয়েছি। আমরা এখনো ধৈর্য্য হারা হইনি, মনোবল ছেড়ে দেইনি। তাই আজ আমরা ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণের ব্যানারে ডেসটিনি মুক্তির অগ্র সৈনিক ইন্জিনিয়ার নাজিম উদ্দীন জুয়েলের নেতৃত্বে এমডি স্যার ও চেয়াম্যান স্যারের মুক্তির জন্য যা যা কর্মসূচি আসবে তা পালন করবো। আমার দৃঢ় বিশ্বাস দ্রুতই ডেসটিনি কামব্যাক করবে। 

ভগিরথ তালুকদার থানা লিডারদের উদ্দ্যেশ্যে বলেন- রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে। আমরা বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছি। ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ সবসময় ডেসটিনি মুক্তির সংগ্রামে যোগ্য নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আমরা আমাদের চেয়াম্যান ও এমডি স্যারের নিঃশর্ত মুক্তি চাই। ডেসটিনিতে আমাদের সম্পদ কেবল হোসাইন স্যার ও এমডি রফিকুল আমিন স্যারের কাছে নিরাপদ। আমরা ডেসটিনি কতৃক প্রতারিত নই।মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আর্জি- আমরা ডেসটিনিতে ভালো ছিলাম। আমাদের কর্মসংস্থান ফিরিয়ে দেওয়া হৌক। শিগ্রিই আমাদের প্রাণের কোম্পানীকে মুক্তি দেওয়া হৌক।

প্রধান আলোচক জনাব রাজিব চক্রবর্তী বলেন- প্রিয় বাঁশখালী, ডেসটিনি সোস্যাল মিডিয়া ফোরাম গ্রীণ বরাবরই ডেসটিনির মুক্তির সংগ্রামে সাহসী যোদ্ধার পরিচয়ে সকল কাজে অগ্রণী ভূমিকার স্বাক্ষর রেখেছে। আজকের ত্যাগ আগামী দিনের জন্য অভাবনীয় সুফল বয়ে আনবে। আজ আমরা ডেসটিনির বিজয়ের দ্বারপ্রান্তে পৌছে গেছি। আমরা আশা করি শিঘ্রই আমাদের ডেসটিনির গুরু আমাদের মাঝে কামব্যাক করবে। আমরা কিন্তু বিজয় অবধি এবং বিজয় পরবর্তী আমাদের কাজকে ধারাবাহিকভাবে অব্যাহত রাখবো। সকলে মিলে মিশে ডেসটিনির প্রতি ভালোবাসা রেখে সোস্যাল মিডিয়ার ব্যানারে কাজ করে যাবো। তিনি ডিএসএমএফ গ্রীণের মেম্বারশীপ ফরম পূরণ, ডেসটিনি ব্লাড ব্যাংকের সদস্য হওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। আমরা শিগ্রিই মুক্তির পথে। অধৈর্য্য হওয়ার কিছুই নাই। মামনীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতি আন্তরিক হয়েছে। আমাদের কোন ডিস্ট্রিবিউটর ডেসটিনি কতৃক প্রতারিত নয়। ডেসটিনি আমাদের মা। ডেসটিনি আমাদেরকে অনেক দিয়েছে, কেড়ে নেয়নি। আমরা চরম ধৈর্য্যের পরিক্ষা দিয়েছি ।  সামনে আমাদের জন্য বিজয় অপেক্ষা করছে। আমি আজকে আমাদের গুরুদের জন্য দোয়া কামনা করি, যেন তারা সুষ্টু থাকে এবং আমাদের মাঝে ফিরে আসে। জয় হৌক ডেসটিনির, এগিয়ে যাক ডেসটিনি, সকলেই ভালো থাকুন।

এতে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কামরুজ্জামান, আবুল কাশেম, রঞ্জিত দেব দাস সহ প্রমূখ। সভাপতি তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সকলকে আগামী দিনের সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানিয়ে সভার সমাপ্তী ঘোষণা করেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top