
অক্টোবর ২০১৬ রোজ সোমবার বিকাল ৪ ঘটিকার সময় জননী কিন্ডার গার্ডেন
স্কুল,মেলান্দহ বাজারে ডেসটিনির এমডি ও চেয়ারম্যান স্যারের নিঃশর্ত
মুক্তির দাবীতে গুরুত্বপূর্ন আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়।কোরআন তেলাওয়াত করেন মোঃ
বজলুর রহমান।সভাপ্রধান হিসেবে ছিলেন মোঃ আবু জামাল নাছের রবিন সভাপতি,ডিএসএমএফজি মেলান্দহ উপজেলা।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ রফিকুল ইসলাম পিএসডি ডিএসএমএফজি জামালপুর জেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা ডিএসএমএফজি,জামালপুর জেলা শাখা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়।কোরআন তেলাওয়াত করেন মোঃ
বজলুর রহমান।সভাপ্রধান হিসেবে ছিলেন মোঃ আবু জামাল নাছের রবিন সভাপতি,ডিএসএমএফজি মেলান্দহ উপজেলা।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ রফিকুল ইসলাম পিএসডি ডিএসএমএফজি জামালপুর জেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা ডিএসএমএফজি,জামালপুর জেলা শাখা।
আলোচনা সভায় উপস্থিতির মধ্যে আরো বক্তব্য রাখেন মোঃ নুর ইসলাম, আ. হক, কোরবান আলী, নিহাদ, নাছরিন, রফিকুল ইসলাম, জোস্না বেগম, নুর নবী, সবুজ মিয়া ডিএসএমএফজি মেলান্দহ উপজেলা শাখা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমরা ৪৫ লাখ ডিষ্ট্রিবিউটর ডেসটিনি দ্বারা কোন প্রকার প্রতারিত বা
ক্ষতিগ্রস্ত নই। আমাদের এমডি ও চেয়ারম্যান স্যারের উপর কোন প্রকার অভিযোগ নেই। আমাদের বিনিয়োগ এমডি ও চেয়ারম্যান স্যারের নিকট নিরাপদ। আমরা টাকা ফেরত চাইনা। আমরা ডেসটিনিতে কাজ করতে চাই। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আমাদের ৪৫
লাখ ডিষ্ট্রিবিউটর তথা আড়াই কোটি পরিবারের প্রানের দাবী, আমাদের প্রানের কোম্পানি ডেসটিনি এবং ডেসটিনির এমডি ও চেয়ারম্যান স্যারকে নিঃশর্ত মুক্তি দিয়ে আমাদের কাজ করার সুযোগ দিন।আমরা আড়াইকোটি পরিবার আপনার সঠিক রায়ের অপেক্ষায় আছি । ডেসটিনি মুক্তি পেলে, মুক্তি পাবে আড়াইকোটি পরিবার।
ক্ষতিগ্রস্ত নই। আমাদের এমডি ও চেয়ারম্যান স্যারের উপর কোন প্রকার অভিযোগ নেই। আমাদের বিনিয়োগ এমডি ও চেয়ারম্যান স্যারের নিকট নিরাপদ। আমরা টাকা ফেরত চাইনা। আমরা ডেসটিনিতে কাজ করতে চাই। তাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট আমাদের ৪৫
লাখ ডিষ্ট্রিবিউটর তথা আড়াই কোটি পরিবারের প্রানের দাবী, আমাদের প্রানের কোম্পানি ডেসটিনি এবং ডেসটিনির এমডি ও চেয়ারম্যান স্যারকে নিঃশর্ত মুক্তি দিয়ে আমাদের কাজ করার সুযোগ দিন।আমরা আড়াইকোটি পরিবার আপনার সঠিক রায়ের অপেক্ষায় আছি । ডেসটিনি মুক্তি পেলে, মুক্তি পাবে আড়াইকোটি পরিবার।
উক্ত আলোচনা সভা পরিচালনা করেন মো. আল আমিন ডিএসএমএফ গ্রীন মেলান্দহ উপজেলা শাখা।